বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ , ৮ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

বইমেলায় সোমা দেবের তিনটি নতুন বই

নিউজজি ডেস্ক ১২ ফেব্রুয়ারি , ২০২২, ১২:৫৩:০৬

  • বইমেলায় সোমা দেবের তিনটি নতুন বই

ঢাকা : একুশে বইমেলায় লেখক ও গবেষক সোমা দেবের তিনটি নতুন বই আসছে। ছোটদের জন্য একটি গল্পের বই। এছাড়া বাকী দুটি  গল্পের বই বড়দের জন্য। বইগুলোর প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। 

‘পাখির জন্য ভালোবাসা’ বইটিতে মোট সাতটি ছোটগল্প রয়েছে। শিশু-কিশোর পাঠকদের জন্য বইটি প্রকাশ করছে কিশোর লেখা প্রকাশন। পরিবেশক সপ্তডিঙা, স্টল নম্বর: ৫১৯ মূল্য: ১৫০ টাকা।

‘অন্য জীবন’ বইটিতে রয়েছে মোট আটটি ছোটগল্প। প্রকাশ করছে সপ্তডিঙা প্রকাশন, স্টল নম্বর: ৫১৯। মূল্য: ১৭৫ টাকা।  

‘জন্মপরিচয়’ বইটি প্রকাশ করছে বই-পুস্তক প্রকাশনী, স্টল নম্বর: ৩৭৬। এই বইতে মোট নয়টি ছোটগল্প রয়েছে। বইটির মূল্য: ১৫০ টাকা।

একুশে বইমেলা ছাড়াও অনলাইন থেকে বইগুলো কেনা যাবে।  রকমারীতেও পাওয়া যাবে বইগুলো।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন