মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

মুক্তিযুদ্ধের দলিল ‘৭১-এর আকরগ্রন্থ’

নিউজজি ডেস্ক ৫ এপ্রিল , ২০২১, ১৫:২৮:৩০

  • সংগৃহীত

ঢাকা: কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘৭১-এর আকরগ্রন্থ’। বিজয়নগরে প্রকাশনা সংস্থাটির নতুন কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন  বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

‘৭১-এর আকরগ্রন্থ’ আদতে মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরের শতাধিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার রক্তাক্ত স্মৃতি, যুদ্ধের প্রামাণ্য দলিল সেই সঙ্গে ৪৬৫টি আলোকচিত্রের এক বিশাল পরিসরের গ্রন্থিত রূপ। তৃণমূলে ১১ বছর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার এক পরম ফসল এই গ্রন্থ। এ গ্রন্থের রচনাগুলো শিকড়সন্ধানী ও সুখপাঠ্য কিন্তু বেদনাবহ। যা যেকোনো পাঠককে সচেতন ভাবেই নিয়ে যাবে একাত্তরের গহিনে। মুক্তিযুদ্ধের অনন্য দলিল ‘৭১-এর আকরগ্রন্থ’  সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন প্রজন্ম থেকে প্রজন্মে।

‘৭১-এর আকরগ্রন্থ’ বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। রয়েল সাইজে ৯৬০ পৃষ্ঠার এ গ্রন্থটির মলাট মূল্য ১ হাজার ৫০০ টাকা। পাওয়া যাবে সারা দেশের বইয়ের দোকানগুলোতে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন