বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ , ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

৩টা থেকে সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত চলবে বইমেলা

নিউজজি প্রতিবেদক ৩১ মার্চ , ২০২১, ১৬:৪৯:৩৮

  • ছবি: ফাইল

ঢাকা: করোনা সংক্রমণ বাড়ায় অমর একুশের বইমেলার নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলা একাডেমি। বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমির কর্মকর্তা পিয়াস মজিদ বলেন, নতুন সময় অনুযায়ী বইমেলা শুরু হবে প্রতিদিন বিকেল ৩টায়। আর শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে ৬টা থেকেই প্রবেশ গেট বন্ধ হবে।

এর আগে, সরকারের নতুন ১৮ দফা ঘোষণার পর মঙ্গলবার (৩০ মার্চ) থেকে এক ঘণ্টা সময় কমানো হয়েছিল। বাংলা একাডেমির পরিচালক (জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ) অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে বুধবার (৩১ মার্চ) থেকে পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করার কথা বলা হয়।

মহামারির কারণে এ বছর একুশের বইমেলা পিছিয়ে গত ১৮ মার্চ শুরু হয়। ছুটির দিন ছাড়া অন্যদিনে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলতো মেলা।

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন