বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

অমর একুশে বইমেলা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিউজজি প্রতিবেদক ২২ জানুয়ারি , ২০২৩, ১১:২৬:৫৫

  • অমর একুশে বইমেলা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা: চলছে অমর একুশে বই মেলার প্রস্তুতি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬০৯ প্রতিষ্ঠানের ৮৫৮টি ইউনিট তৈরিতে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় দর্শনার্থীদের কেনাকাটা ও চলাচল সহজ করতে ডিজিটাল দিকনির্দেশনাসহ বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া, শিশু চত্বরের পরিধিও বাড়ানো হচ্ছে।

বাঙালীর প্রাণের উৎসব অমর একুশে বইমেলার বাকি আর মাত্র কয়েকদিন। করোনার কারণে গত বছর নির্দিষ্ট সময়ে শুরু না হলেও এবার শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারির ১ তারিখেই।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা।

প্রকাশকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নকশায় কাঠামো তৈরি হচ্ছে। একাধিক কাজ পাওয়ায় নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকে।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানকে এবার ৪টি চত্বরে সাজানো হয়েছে। এছাড়া দর্শনার্থীদের সুবিধায় থাকছে ডিজিটাল দিক নির্দেশনা।

বইমেলা রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা এবং শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

নিউজজি/এমএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন