মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

অন্যান্য
  >
করোনাভাইরাস

ভারতের গুজরাটে একদিনে করোনায় আক্রান্ত ২ শতাধিক

নিউজজি ডেস্ক ১২ জুন , ২০২৫, ১৩:৩৮:৫৪

  • ইন্টারনেট

ঢাকা: ভারতে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ২০৩ জন। এতে গুজরাটে আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।

বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুজরাট রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন বর্তমানে হাসপাতালে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আরও বলা হয়েছে, বুধবার ২০৩ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ১৪৯ জন করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, গত ১ জুন থেকে ১১ জুন— ১০ দিনে গুজরাটে দৈনিক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ৯ জুন— ২৩৫ জন; আর সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছেন ১ জুন—৫৫ জন।

প্রসঙ্গত, জুন মাসের শুরু থেকেই গুজরাটে করোনার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। গত ১ জুন রাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২০ জন। তারপর মাত্র ১১ দিনে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।

আগামী ২৭ জুন রথ যাত্রা হবে গুজরাটে। রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, রথ যাত্রার সময় করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওমিক্রন ভাইরাসের দু’টি ভ্যারিয়েন্টের প্রভাবে গত জানুয়ারি থেকে ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৭ হাজার জনে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন