মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

একদিনে করোনায় ৩৮ জন শনাক্ত

নিউজজি প্রতিবেদক ১৪ ফেব্রুয়ারি , ২০২৪, ১৯:৪৩:২০

  • ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৯টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন