শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

এক মাসে করোনায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু

নিউজজি প্রতিবেদক ১১ জানুয়ারি , ২০২৪, ১৮:৪০:০৫

  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে গত ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, প্রায় ৫০টি দেশে ডিসেম্বরে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ৪২ শতাংশ বেড়ে গেছে। যার বেশিরভাগই ইউরোপ ও আমেরিকায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বার্তা সংস্থা এপি জানিয়েছে, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির হারও ৬২ শতাংশ বেড়ে যায়। ডব্লিউএইচও-এর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, এক মাসে ১০ হাজার মৃত্যু করোনা মহামারির শীর্ষের পরিসংখ্যান থেকে অনেক কম হলেও প্রতিরোধযোগ্য এই রোগে মৃত্যুর এমন মাত্রা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে টিকা দেওয়া, পরীক্ষা করা, যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পরা এবং ভিড়ের জায়গাগুলোতে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখার আহ্বান জানাচ্ছি। এটি 'নিশ্চিত' যে অন্যান্য জায়গায়, যেগুলো রিপোর্ট করা হয়নি সেখানে কেস বাড়ছে। এসময় তিনি সরকারকে নজরদারি চালিয়ে যাওয়ার এবং চিকিত্সা ও টিকা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান।

নতুন জেএন ১ ভেরিয়েন্টটি যখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য করোনাভাইরাস ভেরিয়েন্টে পরিণত হয়েছে, তখনই সামনে আসলো এই পরিসংখ্যান। করোনা বিষয়ক বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফ্লু, রাইনোভাইরাস এবং নিউমোনিয়াও রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে যে, উত্তর গোলার্ধে জানুয়ারি পর্যন্ত শীত থাকবে এবং সে সময় পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগের প্রবণতাও অব্যাহত থাকবে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন