শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

বিশ্বে করোনায় আরও ৭৫ জনের মৃত্যু

নিউজজি ডেস্ক ২১ ডিসেম্বর , ২০২৩, ১০:৫৮:৫৯

  • বিশ্বে করোনায় আরও ৭৫ জনের মৃত্যু

ঢাকা: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন। বৃহস্পতিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৬৫ জন।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। লিথুয়ানিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৮ হাজার ২১৯ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ৫৩ হাজার ৩১২ জন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন