মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ২৭৭ জনের মৃত্যু

নিউজজি ডেস্ক ১৩ ডিসেম্বর , ২০২৩, ০৯:০৪:০৪

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৯৫ জন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯২২ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৪ হাজার ৫০৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

নিউজজি/ এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন