শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

ফের চোখ রাঙাচ্ছে করোনা, মৃত্যু দুই শতাধিক

নিউজজি ডেস্ক ১ নভেম্বর , ২০২৩, ১০:৪২:২৬

  • ফের চোখ রাঙাচ্ছে করোনা, মৃত্যু দুই শতাধিক

ঢাকা: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২০০ জন। বুধবার (১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭২ লাখ ৪২ হাজার ২৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৩ হাজার ৫১৪ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৯৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন