মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২৩, ১১:৩৩:৪৩

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তবে, করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

স্থানীয় সময় সোমবার বিবৃতি দিয়ে হোয়াইট হাউস জানায়, হালকা উপসর্গ নিয়ে ডেলাওয়্যারের রেহোবোথ বিচের বাড়িতে রয়েছেন জিল। 

মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার জানান, জিল বাইডেনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ ক্যারোলিনায় ছুটি কাটাতে গিয়ে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন জিল।

হোয়াইট হাউস বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’

উল্লেখ্য, ৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন