শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

ওমিক্রনের ‘এক্সবিবি’ ডেলটার চেয়ে গুরুতর নয়

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৩, ১৭:১৫:১০

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: কভিড-১৯-এর শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপধরন ‘এক্সবিবি’ নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। ৩০০ শব্দের ওই পোস্টে দাবি করা হয়েছে, এক্সবিবিতে আক্রান্তদের মৃত্যুর হার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি। এমনকি এক্সবিবি সংক্রমণের দিক দিয়ে ডেলটার চেয়ে পাঁচ গুণ গুরুতর বলেও দাবি করা হয়েছে পোস্টটিতে।

তবে বার্তা সংস্থা রয়টার্স তাদের ফ্যাক্ট চেকে (তথ্যের সত্য-মিথ্যা) ফেসবুকের ওই পোস্টে উল্লেখ করা তথ্যের সত্যতা পায়নি।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এক্সবিবি ধরনটি ডেলটার চেয়ে ভয়ংকর– এমন তথ্যের কোনো প্রমাণ নেই, বরং এক্সবিবি কম প্রাণনাশক।

এক্সবিবি ওমিক্রনের বিএ.টু সংস্করণের দুই বংশধরের মধ্যে একটি। সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে নতুন করে এক্সবিবিতে আক্রান্তরা বেশি ভর্তি হচ্ছেন। তবে আগের স্তরগুলোর চেয়ে ধরনটি বেশি গুরুতর– এমন প্রমাণ মেলেনি। মূলত এক্সবিবি ও ডেলটার মধ্যে তুলনামূলক পার্থক্যের কোনো প্রমাণ নেই।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) তাদের প্রাথমিক বিশ্লেষণে জানিয়েছে, ওমিক্রনের আগের সংস্করণগুলোর তুলনায় এক্সবিবি বেশি সংক্রমণযোগ্য মনে হলেও ততটা গুরুতর নয়।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ওমিক্রনই সবচেয়ে শক্তিশালী ছিল। এই ভ্যারিয়েন্ট দেহের উচ্চ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিয়ে শরীরে প্রভাব বিস্তার করতে পারে। এতে বেশি সংখ্যক মানুষ ওমিক্রনে আক্রান্ত হচ্ছিল। পরে ডেল্টা ভ্যারিয়েন্ট ভীতি ছড়ালেও রোগের তীব্রতা কম ছিল।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন