শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
করোনাভাইরাস

কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত ১৬৬

নিউজজি ডেস্ক ২৬ নভেম্বর , ২০২১, ১৬:৩৫:০৮

299
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ভারতের কর্ণাটকের একটি মেডিক্যাল কলেজ থেকে নতুন করে করোনা ছড়িয়েছে। কলেজটির নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অনেকেই। তাদের মধ্যে থেকেই এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৮২। একদিন আগে এ সংখ্যা ছিলো ৬৬।

কতৃপক্ষ জানিয়েছে যাদের করোনা পজিটিভ এসেছে তাদের প্রত্যেকের করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিলো। আর করোনা পজিটিভ তাদের প্রত্যেকেরই করোনার মৃদু উপসর্গ রয়েছে।

এরপরই স্থানীয় জেলা স্বাস্থ্য কতৃপক্ষ ও জেলা প্রশাসকের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কলেজের দুটি হোস্টেল সিল করে দেওয়া হয়েছে এবং কলেজের সব শারীরিক ক্লাস আপাতত স্থগিত করা হয়েছে।

রাজ্যটি স্বাস্থ্যবিষয়ক কমিশনার ড. রণদ্বীপ বলেন, আক্রান্তদের মধ্যে করোনার নতুন ধরনের উপস্থিতি আছে কি না, তা জানার জন্য আমরা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার জন্য নমুনা পাঠিয়েছি।

ধারওয়াড়ের এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীদের জন্য একটি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ১৭ নভেম্বর। সেই অনুষ্ঠানে অংশ নেওয়া ৪০০ জন শিক্ষার্থীদের মধ্যে ৩০০ জনের করোনা পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, ৬৬ জন শিক্ষার্থীসহ ১৮২ জন করোনা আক্রান্ত।

কর্ণাটকসহ ভারতের অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণ কমলেও আবারো তা বাড়তে শুরু করেছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন