শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
করোনাভাইরাস

পঞ্চগড়ে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি ২১ জুন , ২০২১, ১২:২৭:২৩

286
  • ছবি : ইন্টারনেট

পঞ্চগড়: নতুন করে পঞ্চগড়ে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৯৭ জন। এ পর্যন্ত জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছে ৮১৮ জন।

রোববার (২০ জুন) রাত ১১টায় পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৭  ও ২০ জুন পৃথক পৃথক ভাবে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ ২৮ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাপে ১২ জনের নমুনার রিপোর্ট পাঠানো হয়। এতে ২ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। রোববার (২০ জুন) ১৬ জনের নমুনা এন্টিজেন টেষ্টে ৪ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আছে।

রোববার রাতে মোট ২৮ জনের নমুনার মধ্যে ৬ জনের শরীরের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে পঞ্চগড় সদরে ৪ জন ও তেঁতুলিয়া উপজেলায় ২ জন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন