শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ , ৭ জুমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

‘সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ১৭০০ মানুষের মৃত্যু’

নিউজজি ডেস্ক ১২ জুলাই , ২০২৪, ১২:৩৩:২১

161
  • ‘সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ১৭০০ মানুষের মৃত্যু’

ঢাকা: করোনাভাইরাসে গত এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ১৭০০ মানুষ মারা গেছে। এমনই তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনাভাইরাসের অবসান ঘটেছে বলে হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কতামূলক পদক্ষেপও এখন আর মানে না মানুষ। তবে এর মধ্যেই আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই ভাইরাস বা কোভিড-১৯। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (১২ই জুলাই) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান গবেষণায় উঠে এসেছে এক তথ্য। কোভিড-১৯ এখনও সারা বিশ্বে সপ্তাহে গড়ে প্রায় ১৭০০ জনের প্রাণ কেড়ে নিচ্ছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের হারকমে যাওয়ার বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসছে, তথ্যগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা কমে গেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তারা।

পাশাপাশি ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সকল সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেটে প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে মারা গেছেন ৭০ লাখেরও বেশি মানুষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন