রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের আধিপত্য

ক্রীড়া ডেস্ক ১ জুলাই , ২০২৪, ১২:৩৭:০৩

196
  • ছবি: ইন্টারনেট

দাপুটে লড়াইয়ে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরা একাদশে দলটির আধিপত্য। ভারতের ৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন সেখানে। তবে সেরা একাদশে জায়গা হয়নি রানার্সআপ দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটারের। সেমিফাইনালে বাদ পড়া আফগানিস্তানের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। আর সেমিফাইনালে না উঠলেও বিশ্বকাপের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে।

বিশ্বকাপের সেরা দলের জন্য অধিনায়ক ও ওপেনার হিসেবে ভারতের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন বিচারকেরা। তাঁর সঙ্গে ওপেনিংয়ে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, যিনি আফগান ইতিহাসে প্রথমবার সেমিফাইনাল খেলা দলটির হয়ে করেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২৮১ রান। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যান নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যান ৩৮ গড়ে করেন ২২৮ রান। ভারতের সূর্যকুমার যাদব চার নম্বরে জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে ঝোড়ো ব্যাটিংয়ের কারণে।

এদিকে অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বাদ পড়লেও দলটির অলরাউন্ডার মার্কাস স্টয়নিস সেরা দলে জায়গা করেছেন ১৬৯ রান ও ১০ উইকেট নিয়ে।  অলরাউন্ড পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। 

বোলিং আক্রমণের মূল চারজনের মধ্যে দুজন আফগানিস্তানের, দুজন ভারতের। রশিদ খান ৬–এর সামান্য বেশি ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট, আর ফজলহক ফারুকি ১৭ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন। ১৭ উইকেট নিয়েছেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিংও। আর অবধারিতভাবেই টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে আছেন যশপ্রীত বুমরা, যিনি মাত্র ৪.১৭ ইকোনমিতে ৮.২৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট

সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে গেলেও এবারের বিশ্বকাপটা আফগানিস্তানের কাছে রূপকথার চেয়ে কোনো অংশে কম ছিল না। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম সেমিতে উঠেছে। ফাইনাল শেষে গত রাতে টুর্নামেন্ট সেরা একাদশ আইসিসি ঘোষণা করলে দেখা যায়, সেখানে আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি এই তিন আফগান জায়গা করে নিয়েছেন।  ৩ ফিফটিতে ৩৫.১২ গড় ও ১২৪.৩৩ স্ট্রাইকরেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৮১ রান করেছেন গুরবাজ। তিনি আইসিসি একাদশেরও উইকেটরক্ষক। ফারুকি ও রশিদ বিশ্বকাপে নিয়েছেন ১৭ ও ১৪ উইকেট। এক টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি ফারুকি গড়েছেন এবার। আফগানদের এবার রূপকথার গল্পের অধিনায়ক ছিলেন রশিদ। আর  দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্কিয়া। 

আইসিসির পক্ষে বিশ্বকাপের সেরা একাদশ গঠনের দায়িত্বে ছিলেন দুই ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার কাস নাইডু এবং আইসিসির ক্রিকেটবিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:  

রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত)  ২৫৭ রান; গড়: ৩৬.৭১; ৩ ফিফটি; স্ট্রাইকরেট: ১৫৬.৭

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক) (আফগানিস্তান) ২৮১ রান; ৩ ফিফটি; ব্যাটিং গড়: ৩৫.১২; স্ট্রাইকরেট: ১২৪.৩৩

নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) ২২৮ রান; ১ ফিফটি;  গড়: ৩৮;  স্ট্রাইকরেট: ১৪৬.১৫

সূর্যকুমার যাদব (ভারত)  ১৯৯ রান; ২ ফিফটি; গড় ২৮.৪২; স্ট্রাইকরেট ১৩৫.৩৭;

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) ১৬৯ রান;  গড় ৪২.২৫; স্ট্রাইকরেট ১৬৪.০৭; ২ ফিফটি; ১০ উইকেট; ইকোনমি: ৮.৮৮

হার্দিক পান্ডিয়া (ভারত) ১৪৪ রান; ১ ফিফটি; গড়: ৪৮; ১১ উইকেট; ইকোনমি: ৭.৬৪

অক্ষর প্যাটেল (ভারত) ৯২ রান; গড় ২৩; স্ট্রাইকরেট ১৩৯.৩৯; ৯ উইকেট; ইকোনমি: ৭.৮৬

রশিদ খান (আফগানিস্তান) ১৪ উইকেট; ইকোনমি: ৬.১৭

জাসপ্রীত বুমরা (ভারত)  ১৫ উইকেট; ইকোনমি: ৪.১৭

আর্শদীপ সিং (ভারত) ১৭ উইকেট; ইকোনমি: ৭.১৬

ফজলহক ফারুকি (আফগানিস্তান) ১৭ উইকেট; ইকোনমি ৬.৩১; ইনিংসে ৫ উইকেট ১ টি

দ্বাদশ ক্রিকেটার আনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা) ১৫ উইকেট; ইকোনমি ৫.৭৪

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন