রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

তিন বছর পর চেনা রূপে সাজছে অমর একুশে বইমেলা

নিউজজি ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৩, ০০:৫৪:১৭

97
  • তিন বছর পর চেনা রূপে সাজছে অমর একুশে বইমেলা

ঢাকা: আবারও জেগে উঠবে প্রাণের মেলা। তিন বছর পর চেনা রূপে সাজছে অমর একুশে বইমেলা। বছরের এই একটি মাসে সারাদেশের বই প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় বাংলা একাডেমী প্রাঙ্গণ। আর তাই পাঠক লেখক প্রকাশক সকলেই সারাবছর অপেক্ষা করেন ফেব্রুয়ারির জন্য।

এবারের অমর একুশে বইমেলার পরিসর বাড়ছে, বাড়ছে স্টল ও প্যাভিলিয়ন সংখ্যাও। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে এবার মেলা আয়োজন করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম জানান, এবার নতুন প্রতিষ্ঠানকে স্টল দেয়া হয়েছে বেশি। মেলার দুই অংশে ৫৯৫টি প্রতিষ্ঠানকে জায়গা দেয়া হয়েছে। মোট ইউনিট থাকছে ৯০১টি ও প্যাভিলিয়ন ৩৮টি। বড় করা হয়েছে শিশু চত্বর। দর্শনার্থী চাপ সামলাতে আসা-যাওয়ার পথও বাড়ানো হয়েছে।

এছাড়া ছয়টি আসা যাওয়ার পথ থাকলেও এবার আরও দুটি বাড়ানোর চেষ্টা চলছে। দর্শনার্থীরা যাতে সহজে খুঁজে পান কাঙ্ক্ষিত বইয়ের স্টল সেজন্য থাকছে ডিজিটাল বোর্ডও। বাংলা একাডেমি বলছে, বাকি তিন দিনে গুছিয়ে যাবে সব।

নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ থাকছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। তবে গতবারে তুলনায় এবারের মঞ্চ হবে অনেক ‘বড়’। সোহরাওয়ার্দী উদ্যানের জলাধারের পশ্চিম পাশে পাম গাছের কাছে নির্মিতব্য এ মঞ্চ এবং প্যান্ডেলটি ‘আশ্রয় কেন্দ্র’ হিসেবেও ব্যবহার হবে।

এর আগে গত বছর সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গা জুড়ে মেলা আয়োজন করা হয়রেছিল। একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিটসহ মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছিল। মেলায় প্যাভিলিয়ন ছিল ৩৫টি।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পয়লা ফেব্রুয়ারি সশরীরে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৭টি বইয়ের মোড়ক উন্মোচন করবেন তিনি। এর মধ্যে একটি রাষ্ট্রপতির বইও রয়েছে।

তবে প্রকাশকরা চিন্তিত বইয়ের দাম নিয়ে। তারা বলছেন, কাগজের দাম বাড়ায় বইয়ের দাম বাড়তে পারে ৩০ শতাংশ পর্যন্ত। অন্যবার ৭ থেকে ৮ হাজার বই বের হলেও এবার তার অর্ধেক বের হবে বলে ধারণা করা হচ্ছে।

বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার দুপুর ১টা থেকে ৩টা এবং শনিবার ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন