রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

গণমাধ্যম

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি রুপা-শাকিল

নিউজজি প্রতিবেদক ১১ জুন , ২০২৫, ২৩:৩০:০০

74
  • ছবি: সংগ্রহ

ঢাকা: মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। সঙ্গে তার স্বামী শাকিল আহমেদকেও মুক্তি দেয়া হয়। বুধবার (১১ জুন) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রুপা আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে শাকিলকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

জানা গেছে, ফারজানা রুপার মা মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে রুপা ও তার স্বামী শাকিলকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে, গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য সরকারকে উসকানি দেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা। পরে ২১ আগস্ট সকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এরপর রাজধানীর উত্তরার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন