বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

গণমাধ্যম

“সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই”

মাদারীপুর প্রতিনিধি ১০ ডিসেম্বর , ২০২৪, ১৭:০০:১৫

156
  • “সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই”

মাদারীপুর: জাতীয় সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করবেন। যদি কোথাও কোন অসঙ্গতি দেখেন, সেক্ষেত্রে আমাদেরকে অভিহিত করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে মাদারীপুর জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থার নেতৃবৃন্দরা। এ সময় ডিসি ও এসপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, আমি জেলা পুলিশ সুপার হিসেবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা মানুষের সেবায় সত্যকে তুলে ধরবেন। যে সকল কর্মপন্থা অবলম্বন করা দরকার। যেসব কাজ করা দরকার, এগুলো যাতে আমরা সুচারুভাবে করতে পারি এবং প্রকৃত সত্যটা যেন মানুষের সামনে ফুটে উঠে এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমি জাতীয় সাংবাদিক সংস্থার সার্বিক মঙ্গল কামনা করি।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মো. ফায়েজুল কবির, সহ-সভাপতি নাসির উদ্দিন ফকির লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সবুজ, ক্রীড়া সম্পাদক মুন্না শরীফ, সাধারণ সদস্য তুহিন মৃধা, রঞ্জন মল্লিক, কাজী নজরুল ইসলাম, দীপন সিংহ জিতুসহ অন্যরা।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা উপজেলাসহ সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়। গত ৮ ডিসেম্বর ঢাকায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে মাদারীপুর জেলা শাখার কমিটি অনুমোদন হয়।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন