বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

গণমাধ্যম

খাগড়াছড়ি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ২৩ নভেম্বর , ২০২৪, ১১:২১:২৩

106
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে এ উপলক্ষে অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দিন এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর টিভি এর খাগড়াছড়ি প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ এবং জেলার ৮ উপজেলা প্রেসক্লাবের সভাপতিরা।

পরে দৈনিক ইত্তেফাক এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্যকে সভাপতি, বাংলাভিশন এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজুকে সাংগঠনিক সম্পাদক করে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠিত হয়।

এছাড়াও সহ-সভাপতি পদে মো. জহুরুল আলম ও মো. জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর, আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস, জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮ উপজেলার প্রেসক্লাবের সভাপতিকে অন্তর্ভুক্ত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এর নাম ঘোষণা করা হয়েছে।

সেই সাথে ১৬ সদস্য বিশিষ্ট সহযোগী সদস্যসহ মোট ৪১ সদস্য বিশিষ্ট সদস্যদের নাম ঘোষণা করা এবং ৮ সদস্য অপেক্ষমান নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন