বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

গণমাধ্যম

দীপ্ত টিভির ৯ বছর

নিউজজি ডেস্ক ১৮ নভেম্বর , ২০২৪, ১৫:৫৫:৫৭

51
  • সংগৃহীত

একদিকে ডাবড সিরিজ অন্যদিকে মেগা সিরিয়াল, ৯ বছরে দীপ্ত টিভি বদলে ফেলেছে বাংলাদেশের টিভি বিনোদনের দুনিয়াকে। সুলতান সুলেমান, বাহার, রহস্যময়ীর মতো বিদেশী সিরিজের সাথে বাংলা টিভি অডিয়েন্সের প্রায়োরিটি পেয়েছে মান অভিমান, মাশরাফি জুনিয়র বা পালকীর মতো ডেইলিশোপও। টিভি ফিচার ফিল্ম বা অ্যানিমেশন শর্টস দীপ্ত প্রতিবারই টিভিতে ক্রিয়েট করেছে নতুন নতুন মিডিয়াম। ফিকশন, নন-ফিকশন, নিউজ ও ডকুমেন্টারি নিয়ে কালারফুল দীপ্ত টিভি এই ১৮ নভেম্বরে পূর্ণ করল তার ৯ বছরের এক্সাইটিং জার্নি।

আগামী বছরের চ্যালেঞ্জ আর নতুন নতুন সব অনুষ্ঠানের আইডিয়া নিয়ে কাজ করছে দীপ্ত টিভি। অডিয়েন্সকে সাথে নিয়ে, অডিয়েন্সের জন্যই তৈরি হওয়া দীপ্ত টিভির প্রোগ্রামগুলো হতে যাচ্ছে আরও এঙ্গেজিং, আরও এন্টারটেইনিং। এক্সাইটিং এই জার্নিতে আপনাদের স্বাগত!

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন