মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

গণমাধ্যম

শাহজাদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২ নভেম্বর , ২০২৪, ১৬:১১:৩৬

178
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: শাহজাদপুরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রংধনু মডেল স্কুলের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন। স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাবাসসুম কামাল অহনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন।

অন্যদিকে, স্কুলের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহফুজা আকতার মিম। এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমুখ।

পরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন স্মারক প্রদান করে সংবর্ধিত করেন। এর আগে সাংবাদিক নেতৃবৃন্দ রংধনু মডেল স্কুলে প্রবেশ করলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন