শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

গণমাধ্যম

ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি হারাবে ১০০ কর্মী

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৪, ১২:৫১:৩২

126
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজ আউটলেট টেলিভিশন চ্যানেল ডিজিটাল ব্যবসায়ের পরিকল্পনা করছে। এর ফলে শতাধিক কর্মী চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ মেমো থেকে বুধবার (১০ জুলাই) এমন তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন’র পরিকল্পনা অনুযায়ী টেলিভিশনে কাজ করা সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও বেশি ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে। সিএনএন’র প্রধান নির্বাহী মার্ক থম্পসন কর্মীদের এমনই বার্তা দিয়েছেন।

ওই মেমোতে থম্পসন বলেন, আগামীতে আমরা বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি।

নিউ ইয়র্ক টাইমসের সাবেক কর্মী এবং বিবিসির নির্বাহীর দায়িত্ব পালন করা থম্পসন গত বছরের অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি টেলিভিশনের কার্যক্রমকে ডিজিটালভাবে পরিচালিত করতে উদ্যোগ নিয়েছেন। কারণ টেলিভিশন দেখার হার ক্রমাগত কমছে।

চলতি বছরের শেষেই সিএনএন তার সেবা প্রদানে আর ফ্রি সুবিধা রাখবে না। এজন্য প্রতিষ্ঠানটি অর্থের বিনিময়ে সেবা প্রদানের কার্যক্রম চালু করার কথা জানিয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন