বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ , ৮ শাওয়াল ১৪৪৫

জীবনযাত্রা
  >
রান্না

মশলা মাশরুম

নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২০, ১৬:২৮:৪২

3K
  • মশলা মাশরুম

ঢাকা : বর্তমানে একটি সহজলভ্য ও জনপ্রিয় খাবার মাশরুম। এটি দিয়ে তৈরি নানা পদ তৃপ্তি জোগায় ভোজনরসিকদের। মাশরুমে রয়েছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মাশরুমের একটি মজার পদ মশলা মাশরুম। সহজ কিছু উপাদানের সাহায্যে রান্না করতে পারেন মজার এই পদটি। 

যা যা প্রয়োজন 

এক কাপ মাশরুম, একটি ক্যাপসিকাম, আধা কাপ টমেটো পেস্ট, ১ চা চামচ আদা বাটা, ২ টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, সামান্য চিনি, ৩ টেবিল চামচ সরিষার তেল। 

প্রণালি 

মাশরুম ছোট ছোট টুকরা করে কেটে সেদ্ধ করুন। পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাশরুমগুলো ভেজে তুলুন। এবার ক্যাপসিকামগুলো টুকরো করে সামান্য ভাজুন। এতে কাঁচা মরিচ, আদা ও টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষান। বাকি সব মশলা দিয়ে আবার কষান। 

ভালো করে কষানো হলে মাশরুম দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন মজাদার মশলা মাশরুম। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন