সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

জীবনযাত্রা

ঘরে দুর্গন্ধ সৃষ্টি হয় যেসব কারণে

নিউজজি ডেস্ক জুলাই ১৮, ২০২৪, ১৩:২১:১৫

126
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সুন্দর, পরিচ্ছন্ন আর সুবাসিত ঘরে মনটাও ভালো থাকে। কিন্তু একটু অযত্ন আর অসচেতনতার অভাবে এই ঘর থেকেই ছড়াতে পারে দুর্গন্ধ। বিশেষ করে বাথরুম থেকে দুর্গন্ধ বেরোলে অতিথিদের সামনে আপনাকে বিব্রতই হতে হবে।  

বাজারে এখন হরেক রকমের এয়ার ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি, এসেনশিয়াল অয়েল ইত্যাদি পাওয়া যায়। তাতে আপনার ঘর সাময়িকভাবে সুবাসিত হবে; কিন্তু স্থায়ী সমাধানের জন্য দরকার আপত্তিকর গন্ধের উৎস খুঁজে বের করা। জেনে নেয়া যাক, ঘরে দুর্গন্ধ সৃষ্টির পেছনে দায়ী, এমন কিছু কারণের কথা-

ভেজা কাপড়

মাঝেমধ্যেই আমরা পরনের কাপড় না ধুয়ে বাসায় জমিয়ে ফেলি। বৃষ্টির দিনগুলোতে এটা বেশি হয়। এসব কাপড়ে আমাদের ঘাম, বডি অয়েল থেকে শুরু করে খাবারের ঝোল, রাস্তার ধুলাবালি সবই মিশে থাকে। আধোয়া কাপড়ের স্তূপে এক ধরনের আর্দ্র পরিবেশ সৃষ্টি হয়, যা ব্যাক্টেরিয়ার বংশবিস্তারের জন্য খুবই উপযোগী। এটি ঘরে দুর্গন্ধ তৈরিতে ভূমিকা রাখে। ভেজা কাপড় তাই একেবারেই ঘরে ফেলে রাখা যাবে না; যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলতে হবে।

আর্দ্রতা 

বৃষ্টি বা ঠান্ডার মৌসুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘরের দেয়ালও ভিজে থাকে। চারদিকে একটা স্যাঁতস্যাতে, গুমোট আর ভ্যাপসা গন্ধ থাকে। বর্ষায় ঘরে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখুন। বাড়ির দরজা, জানালা অল্পসময়ের জন্য হলেও খোলা রাখুন। এতে আর্দ্রতার সঠিক মাত্রা বজায় থাকবে। আর গন্ধ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কারণ ঘরের ভেন্টিলেশন ঠিকঠাক থাকলে সেখানের পরিবেশ স্বাস্থ্যকর থাকে।

এছাড়াও ঘরের গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েল। অয়েলের মুখটি খুলে রেখে দিতে পারেন এয়ারকন্ডিশনের পাশেই। আজকাল হিউমিডিফায়ারের ব্যবহার বেড়েছে। ঘরের আর্দ্রতা ঠিক রাখতে হিউমিডিফায়ারও খুব ভালো কাজ করে।

বাথরুম

বাথরুম হলো ব্যাকটেরিয়ার জন্মস্থান। বাথরুমের মেঝেতে পানি জমতে দেবেন না। তাছাড়া বাথরুমে একটি ডাস্টবিনের ব্যবস্থা করতে পারেন। ডাস্টবিনের আবর্জনা নিয়মিত পরিষ্কার করতে হবে।

বাজারে অনেক এয়ার ফ্রেশনার কিনতে পাওয়া যায়। তা সবসময়ই বাথরুমে ব্যবহার করতে পারেন। এছাড়াও একটি বোতলে পছন্দের এসেনশিয়াল অয়েল নিয়ে তাতে পর্যাপ্ত পানি মিশিয়ে বাথরুমে প্রয়োজনমত স্প্রে করতে পারেন। বাথরুম থাকবে সুগন্ধময়।

টানা বৃষ্টিতে ঘরে ভ্যাপসা গন্ধ কীভাবে দূর করবেন?টানা বৃষ্টিতে ঘরে ভ্যাপসা গন্ধ কীভাবে দূর করবেন?

ময়লার ঝুড়ি

বাথরুমের মতোই বাসায় দুর্গন্ধ সৃষ্টির জন্য আরেকটি যে স্থান দায়ী তা হলো আপনার রান্নাঘর। সারাদিনের গৃহস্থালি বর্জ্য ময়লা ঝুড়িতে ফেলা হয়, যা পচে গিয়ে তীব্র বাজে গন্ধ বের হয়।

চাইলে বড় একটি ঝুড়ির মধ্যে ছোট ছোট পলিথিনে ময়লা ফেলতে পারেন। এতে যে বর্জ্য আগে পচে যাওয়ার সম্ভাবনা, তা বাইরে ফেলে আসতে পারবেন। চেষ্টা করুন ঢাকনাসহ ঝুড়ি ব্যবহারের।

ময়লার ঝুড়ি প্রতিদিন বর্জ্য ফেলে পরিষ্কার করতে হবে। একদিন ময়লায় ভরে ওঠেনি বলে আরেকদিনের জন্য রেখে দেওয়া চলবে না; পুনরায় ঝুড়ি ব্যবহারের আগে তা অবশ্যই ধুয়ে নিতে হবে।

পোষা প্রাণী

আপনার প্রিয় পোষা প্রাণীটিও কিন্তু বাড়ির দুর্গন্ধের জন্য দায়ী। যারা দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকে, বা বাইরে কম যায় তাদের কাছে এটি অভ্যস্ততার মতো। কিন্তু বাইরে থেকে কেউ এলে তার কাছে উৎকট এক ধরনের গন্ধ নাকে লাগতে পারে।

সম্ভব হলে পোষা প্রাণীকে প্রতিদিন গোসল করান। যেখানে তারা খায় ও ঘুমায় সেই জায়গাগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। তারা যেসব খেলনা দিয়ে খেলে এবং যেখানে পোষা প্রাণীর পশম জমে থাকতে পারে, তাও নিয়মিত পরিষ্কার করুন।

এই বর্ষায় ঘরের যত্ন নেবেন যেভাবেএই বর্ষায় ঘরের যত্ন নেবেন যেভাবে

অপরিষ্কার যন্ত্রপাতি 

এরপরেও যদি অদ্ভুত গন্ধের উৎস খুঁজে না পান, তাহলে আপনার হোম অ্যাপ্লায়েন্সগুলো পরখ করে দেখুন। হয়তো রেফ্রিজারেটরে বাসি বা মেয়াদোত্তীর্ণ খাবার থাকতে পারে কিংবা ওভেনে খাবারের চিটচিটে অংশবিশেষ রয়ে গেছে। নিয়মিত ফ্রিজ, ওভেন, ব্লেন্ডার ইত্যাদি চেক করুন এবং পরিষ্কার রাখুন।

ঘরের দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা খুব কার্যকর। একটি পাত্রে বেকিং সোডা নিয়ে ঘরের এক কোণা, জানলার তাক, বাথরুম বা ফ্রিজে রাখতে পারেন। উৎকট গন্ধ শুষে নিতে কাজে আসবে এই বেকিং সোডা। 

একই কাজ এক টুকরা লেবু দিয়েও করতে পারেন; দুর্গন্ধ দূর করে ঘরকে সতেজতায় ভরে দেবে।

 

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন