শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

জীবনযাত্রা

বৃষ্টির দিনে আলমারিতে রাখা জামাকাপড়ের যত্ন নেবেন যেভাবে

 জুলাই ১২, ২০২৪, ১২:১১:৫৯

170
  • বৃষ্টির দিনে আলমারিতে রাখা জামাকাপড়ের যত্ন নেবেন যেভাবে

ঢাকা: গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সকাল থেকে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি আরো বাড়তে পারে সারা দেশে।

টানা বৃষ্টিতে বাড়ির দেয়াল থেকে শুরু করে আসবাবপত্র ও কাপড় সবকিছুতেই কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাব চলে আসে। বর্ষার এই সময়টাতে নানারকম ফাঙ্গাস ও পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যায়।

যেসব কাপড় সবসময় পরা হয় না বা বছরের বেশিরভাগ সময় আলমারিতে গুছানো থাকে সেগুলোর প্রতি এই সময় তাই বাড়তি যত্ন প্রয়োজন। বর্ষা-বাদলের এই মৌসুমে নিজের আলমারির যত্ন কীভাবে নেবেন, কীভাবে রাখলে জামাকাপড় অনেকদিন পরা না হলেও তা থাকবে নতুনের মতো, জেনে নিন তার উপায়- 

১. কাপড় রাখার জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে হওয়া চলবে না। আলমারি বা ওয়্যারড্রোবের পেছনের দেওয়াল ও আশপাশের মেঝে যেন আর্দ্র না থাকে, তা নিশ্চিত করতে হবে।

২. আলমারি ও ওয়্যারড্রোবের ভেতরে খবরের কাগজ বিছিয়ে রাখতে পারেন, এতে কাপড়ের আর্দ্রতা দূর হবে।

৩. বাতাসের আর্দ্রতার জন্য এই সময় কাঠের আসবাবপত্রে ছত্রাক বা ফাঙ্গাস বিস্তার লাভ করে। সেক্ষেত্রে আলমারি বা ওয়্যারড্রোব থেকে আগে সব পোশাক বাইরে বের করে নিন। তারপর ভেতরটা শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। ভেজা ভাব পুরোপুরি দূর হয়েছে বুঝতে পারলে তবেই আবার পোশাক গুছিয়ে ভেতরে রাখুন।

৪. এছাড়া বর্ষার সময়ে কাপড় আলমারিতে রাখার পরে মাঝেমধ্যেই এক ধরনের ভ্যাপসা, কটু গন্ধ পাওয়া যায়। এই গন্ধ দূর করতে ফ্যান ছেড়ে দিয়ে আলমারির দরজা কিছুক্ষণ খুলে রাখতে হবে, তাতে করে গন্ধ দূর হয়।

৫. পোকামাকড়ের আক্রমণ ও ভ্যাপসা ভাব থেকে রক্ষা করতে চাইলে আসবাবের ভেতর কোণায়-কোণায় ন্যাপথলিন, সিলিকা জেল বা নিমপাতার পাউডার রাখতে পারেন। বিশেষ করে বিছানার চাদর, শীতের পোশাক এবং শাড়ির মতো কাপড় সংরক্ষণের ক্ষেত্রে ন্যাপথলিন দিয়ে রাখুন।

৬. তবে যদি ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণ করেই ফেলে তাহলে আলমারির মধ্যে রাখা কাপড় বের করে ধুয়ে ফেলুন। এরপর ভালোমতো শুকিয়ে আয়রন করে নিন। বিশেষ করে আয়রন একটু কড়া হলে ভালো। এতে করে ছত্রাকের আক্রমণ দ্রুত দূর হয়ে যাবে।

৭. মেঘ কেটে গেলে ছাদে বা বারান্দায় জামাকাপড় রোদে মেলে দিন।৮. এবার একটি বোনাস টিপ- দীর্ঘদিনের জন্য পোশাক সংরক্ষণ করতে চাইলে তাতে মাড় না দেওয়াই ভাল। মাড় দেওয়া কাপড় বেশিদিন রেখে দিলে তাতে পোকা সহজে আক্রমণ করতে পারে বা ভাঁজেভাঁজে ছত্রাক পড়তে পারে।

 

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন