শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ , ২১ রমজান ১৪৪৬

জীবনযাত্রা

ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে কথা বন্ধ?

নিউজজি ডেস্ক জুন ১৪, ২০২৪, ০১:১৩:১৪

150
  • ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে কথা বন্ধ?

ঢাকা: সম্পর্কে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। বেশিরভাগ ঝগড়াই অল্পতে মিটে যায়, কিন্তু কিছু কিছু ঝগড়ার রেশ থাকে অনেক দিন। কথায় আছে, মাঝে মাঝে সম্পর্কে ঝগড়া হওয়া ভালো। তাহলে একে-অপরের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। অনেক সময় দেখা যায়, ঝগড়ার পর কেউ কারো সঙ্গে কথা বলছেন না কিন্তু বেশি সময় এরকম হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। বাড়তে পারে দূরত্বও। ঝগড়া পর কথা শুরুর কিছু কৌশল জেনে রাখতে পারেন।

রোমান্টিক মেসেজ : সঙ্গীকে ফোনে একটা মেসেজ করতে পারেন। তাতে লাভ সাইনের ইমোজিগুলো দিতে পারেন। মনে রাখবেন, মেসেজটা যত রোমান্টিক হবে, ততই আপনার মনের মানুষের মন নরম হবে। আপনি যদি একটু সৃজনশীল হন তাহলে দু-চার লাইন কবিতা লিখে পাঠালে অপর পক্ষের বরফ গলবে দ্রুত।

ফোন করুন : সঙ্গীকে একটা ফোন করুন। সে ফোন রিসিভ করলে আগে সরি দিয়ে শুরু করুন। দেখবেন, বরফ গলে পানি হতে সময় লাগবে না। তারপর মনের কথা খুলে বলুন। সম্ভব হলে কিছুক্ষণ গল্প করুন। ঝগড়া কেন হয়েছে, কী কারণে হয়েছে এসব কিছু নিয়ে আর কথা বাড়াবেন না।

ইগোকে আনবেন না : আপনি কেন সরি বলবেন এটা ভেবে সময় নষ্ট করবেন না। সম্পর্কে এতে ইগো থাকা ঠিক নয়। সম্ভব হলে এক বাক্স চকোলেট দিয়ে সরি বলুন, তাতে সম্পর্কের মিষ্টতা বাড়বে বই কী।

লাঞ্চ বা ডিনার ডেট : ঝগড়ার পর দুজনেরই মন খারাপ থাকে। সেক্ষেত্রে দুজনে মিলে ডিনার বা লাঞ্চ ডেটে যেতে পারেন। চাইলে কফি ডেটেও যেতে পারেন। দুজনে একসঙ্গে বসুন, কথা বলুন। দেখবেন একসঙ্গে কিছুক্ষণ সময় কাটালে ভুল বোঝাবুঝি মিটে যাবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন