রুহুল আমিন ভূঁইয়া মে ১৩, ২০২২, ১৪:৫৫:৩৪
নিজের প্যাশনের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না : নাজিফা
নাজিফা তাবাসসুম গ্ল্যাম মেকওভার-এর কর্ণধার। মেকওভার জগতে নাজিফা পরিচিত একটি নাম। তার শুরুটা হয়েছিল ২০২০ সালে করোনা মহামারির মধ্যে। যদিও স্নাতকোত্তর ডিগ্রির জন্য তার কানাডা যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দেশে আসা অচেনা করোনা ভাইরাস সব হিসেব পাল্টে দেয়। নাজিফাও ভাবনার পরিবর্তন আনেন।
করোনার প্রথম ঢেউয়ে যখন সবাই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ঠিক তখন অনেকটা ঝুঁকি নিয়েই পছন্দের মেকওভার বেছে নেন নাজিফা। তবে ছোট বেলা থেকেই নাজিফার ব্যবসার প্রতি দুর্বলতা ছিল। যার কারণে করোনার মধ্যে শুরু করেন এই ব্যবসা। কিছুদিন যেতে না যেতেই এ থেকে বেশ সাড়া মিলে। শুরুটা ছোট পরিসরে হলেও ব্যবসায় আশা জাগানিয়া সাড়া পেয়ে পরের বছর এর পরিধি বাড়ান তিনি। এখন নাজিফার সব ধ্যান জ্ঞান মেকওভার ঘিরেই।
বর্তমানে গ্ল্যাম মেকওভার নিয়েই নাজিফার সব ব্যস্ততা। কাজ করছেন নামিদামি তারকাদের নিয়েও। এই তালিকায় আছেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী, তানজিন তিশাসহ অনেকেই। এখন ব্যবসাতেই মনোযোগ রাখতে চান নাজিফা। অচিরেই বনানীতে আরও বড় পরিসরে বাড়বে তার ব্যবসার পরিধি। নতুন এই ব্যবসাটির যাত্রা আগামী বছরই শুরু করতে চান নাজিফা। ২০২৪ সালে আরও একধাপ পরিধি বাড়বে বলে জানান তিনি। প্রতি বছরই এই ব্যবসার পরিধি বাড়াতে চান নাজিফা।
মেকওভার চ্যালেঞ্জিং পেশা উল্লেখ করে নাজিফা তাবাসসুম নিউজজিকে বলেন, শুরুটা সহজ ছিল না। ধীরে ধীরে এগিয়েছি। কারণ এ সম্পর্কে আমার পূর্বে কোনো ধারনা ছিল না। একা একা এগিয়ে গেছি। পারিবার থেকে মানসিক সার্পোট পেয়েছি। যা আমার এগিয়ে যেতে সহযোগিতা করেছে। ভুল থেকে শিক্ষা নিয়েছি। অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তারপরও থেমে যাইনি। যার কারণে আজকের এই অবস্থান আমার।
যারা মেকওভার পেশায় ক্যারিয়ার গড়তে চান তাদের পরামর্শ দিয়ে বলেন, গবেষণা করে শুরুটা করতে হবে। না হলে বিপদ আসে। সবাই ঝুঁকি নিয়ে সফল নাও হতে পারে। তবে গবেষণা করে কাজ শুরু করা ভালো। যারা মেকওভার পেশা হিসেবে নিতে চান অবশ্যই শিখে আসবেন। তাহলে আপনার কাজ সহজ হবে। আর একটি কথা বলতে চাই যে, অবশ্যই মার্কেটিংয়ে জোর নজর দিতে হবে। মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ।
নাজিফা তাবাসসুম একসময় ইংলিশ মিডিয়ামের শিক্ষক ছিলেন। করেছেন কর্পোরেট চাকরি। ছিলেন আরজেও। তবে ব্যবসার প্রতি তুমুল আগ্রহের কারণে সবকিছু ছেড়ে ব্যবসাকেই বেছে নেন নাজিফা। শুরুটা সহজ না হলেও ধীরে ধীরে এগিয়েছেন তিনি।
নিউজজি/রুআ
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.