সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ , ১৩ রজব ১৪৪৬

অরণ্যে অগ্নিশিখা পলাশ ফুল

শনিবার, ফেব্রুয়ারী ১২, ২০২২, ১৮:৪১:০৫ 

আগুনের রঙ লাগা পলাশ ফুল। গানে এবং কবিতায় মুখর এই নাম। সংস্কৃত ভাষায় যাকে বলে কিংশুক; বাংলায় পলাশ। তবে বাংলায় পলাশকে কোথাও ধাক বা ঢাক নামেও ডাকে।
 
উজ্জ্বল রঙের জন্য পলাশের ইংরেজি নাম ‘ফ্লেইম অব দ্য ফরেস্ট’ বা অরণ্যের অগ্নিশিখা। এ ফুল বলে দেয় বসন্ত আসন্ন। ফাগুনের রঙ্গে রঙ্গীণ হতে আর কয়েকটা দিন মাত্র বাকি।
 
তবে পলাশের নেশা তীব্র। যেন বসন্তে ফোটা পলাশ বনে ঘোর লাগে। তবে বড়ই ক্ষণস্থায়ী পলাশের মৌসুম। মাত্র কুড়ি-পঁচিশ দিনেই শেষ হয়। তবে ক্ষণস্থায়ী হলেও পলাশের রুপ স্মৃতিতে থেকে যায়।
 
পলাশের বর্ণনায় হয়েছে, কামের বন্ধু বসন্ত যখন পৃথিবীতে আসে, তখন নির্গন্ধ ফুলের গাছ পলাশেও রঙ লাগে। সেই রঙ কামনার মতো লাল।
 
কবিও বলেছেন, ‘মদনের আঘাতে ব্যাকুল হয়ে প্রস্ফুট যৌবনে বক্ষের কমল স্পর্শে করস্পর্শ করার পর মধু আহরণের শেষ পর্বে বাঁকা চাঁদের মতো যে দাঁতের দাগ রেখে যায়, তা ঠিক যেন পলাশ ফুলের ছাপ।’
 
রবীন্দ্রনাথ তার গানে লিখেছেন,
 
‘কুঞ্জবনের অঞ্জলি যে ছড়িয়ে পড়ে
 
পলাশ কানন ধৈর্য হারায় রঙের ঝড়ে,
 
বেণুর শাখা তালে মাতাল পাতার নাচে’
 
বাংলাদেশের শহর-গ্রামে পলাশ ফুলের দেখা মেলে। ফাগুনে গাছের পাতা ঝরলে ফুলের কুঁড়ি আসে গুচ্ছে-গুচ্ছে। ভরা মৌসুমে আগুন ঝরা রূপ যেন উপচে পড়ে। এ সময়ে যৌবনের আগুন রঙ্গে চোখ-মুখ চমকে ওঠে।
 
দুপুরে সূর্যের আলো পলাশ বনে পড়লে আগুনের উৎসব শুরু হয়। সরু ডালের মাথায় কুঁড়ি থরে থরে সাজানো থাকে। বকফুলের মতো তার গঠন। পাতাহীন গাছ, যেন উলঙ্গ সেই গাছ। ফুল ডালের গোড়ায় দিক থেকে ফুটতে ফুটতে আগার দিকে যায়। ফোটার আগে গায়ের ওপর লোমশ কালো একটা আবরণ থাকে। ফুল ফোটে কামনার রঙের থোকা-থোকা হয়ে।
 
কামনা রঙে ছুট আসে মৌমাছি এবং পাখিরা। এ সময় পরাগায়নের জন্য মূলত আসে এসব প্রাণি। পলাশ ফুলের রং তিন রকমের হয়ে থাকে- হলুদ, লাল ও লালচে কমলা রঙ।
 
পলাশ মাঝারি ধরনের গাছ, ২০-৩০ ফুট উঁচু হয়। ডাল মোটাসোটা হয় না। একটি মূল বৃন্তে তিনটি পাতা। পাতা মাঝারি ধরনের বড় এবং শিরাযুক্ত।
 
হিন্দুদের কাছে গাছটি অত্যন্ত পবিত্র। এর কাঠ হোম ও উপনয়ন অনুষ্ঠানের উপকরণ। হিন্দু ধর্মমতে ত্রিপত্র ব্রহ্মা, বিষ্ণু ও শিবের প্রতীক।
 
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ছবিগুলো তুলেছেন ফটো সাংবাদিক জাকির হোসেন এবং লিখেছেন সুমিত দত্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন