শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

সন্তানের জন্য নিজেকে উৎসর্গ

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ১১:১৮:৫৯ 

দু’টি শাবক ছানা নিয়ে একটি মা হরিণ অরণ্যে বিচরণ করছিল। সে সময় চিতা বাঘের দল তাদের আক্রমণ করে। মা হরিণটি তার সামর্থ্য অনুযায়ী দৌড়ে পালাতে পারতো। কিন্তু তা না করে সে সহজেই বিনা বাধায় নিজেকে সমর্পণ করে চিতাদের নিকট, যাতে তার শিশু দু’টি নিরাপদে পালাতে পারে।
 
ছবিটিতে মা হরিণটির সেই প্রশান্তির করুন চাহনি ফুটে উঠেছে যখন তার শাবক দু’টি নিরাপদে পালাচ্ছিল। মা হিসেবে নিজের জীবন উৎসর্গ করে সন্তানকে নিরাপদ রাখার তৃপ্তি পশুদের মধ্যে কম নয়। মা-ই পারেন সন্তানকে নিরাপদ রাখতে।
 
এক দশকের সেরা ছবি হিসেবে পুরস্কার জেতা ছবি এটি। ছবিটি তুলেছেন এলিসন বুট্টিগিগ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন