রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
ভ্রমণ

রাইচাঁদ বড়াল: ভারতীয় সিনেমার গানের জনক

নিউজজি ডেস্ক ২৫ নভেম্বর , ২০২৪, ১৬:২১:০০

89
  • সংগৃহীত

উপমহাদেশে ভারতীয় সিনেমার গানের জনপ্রিয়তা বা অবস্থান কতটা উঁচুতে তা সঙ্গীত কিংবা সিনেমাপ্রেমী সবারই জানা। শুধু উপমহাদেশ নয়, হিন্দি সিনেমার গানের বিস্তৃতি বিশ্বের বহু দেশেই ছড়িয়েছে। কিন্তু কার হাত ধরে এই প্লেব্যাকের সূচনা হয়েছে, ভারতীয় সিনেমায় গানের প্রচলন করেছিলেন কে, সেটা এই সময়ের অনেকেই জানেন না।

মানুষটার নাম রাইচাঁদ বড়াল। পরিচয়ে একজন বাঙালি। তাকেই ভারতীয় সিনেমার গানের জনক বলা হয়। আজ ২৫ নভেম্বর বরেণ্য এই সঙ্গীতজ্ঞের চলে যাওয়ার দিন। ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন তিনি।

রাইচাঁদ বড়াল ১৯০৩ সালের ১৯ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা লালচাঁদ বড়াল ছিলেন স্বনামধন্য সঙ্গীতগুরু। আর তাই বাবার কাছেই সঙ্গীতে হাতেখড়ি হয় রাইচাঁদের। তবে সঙ্গীতে রাইচাঁদকে আরও দক্ষ করে তোলার জন্য তার বাবা কয়েকজন প্রখ্যাত ওস্তাদকে আমন্ত্রণ জানান। তাদের মধ্যে ছিলেন ওস্তাদ মুশতাক হোসেন খান, ওস্তাদ মসীত খান এবং ওস্তাদ হাফিজ আলী খান।

বাবার উৎসাহ আর প্রখ্যাত পণ্ডিতদের সান্বিধ্যে অল্প সময়েই সঙ্গীতে অসামান্য দক্ষতা অর্জন করেন রাইচাঁদ বড়াল। যার ফলে ছোট বেলাতেই তিনি মঞ্চে পরিবেশনা শুরু করেন। ভারতের লখনৌ, এলাহাবাদ এবং বেনারসের সঙ্গীত সম্মেলনের ‘সাথসঙ্গত’-এ তবলা বাজান তিনি।

রাইচাঁদ বড়াল যখন পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন, তখনও ভারতীয় সিনেমায় গানের প্রচলন হয়নি। তিনিই প্রথম সিনেমার মধ্যে গান করেন। ১৯৩৫ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘ধুপছাও’-তে একটি গান করেছিলেন রাইচাঁদ। ওটাই ছিল হিন্দি সিনেমার প্রথম প্লেব্যাক।

এর চার বছর আগেই সিনেমায় সঙ্গীত পরিচালনা শুরু করেন রাইচাঁদ বড়াল। ১৯৩১ সালে তিনি সবাক চিত্র ‘দেনা পাওনা’তে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তারও আগে তিনি নির্বাক চলচ্চিত্রে সরাসরি মঞ্চে সঙ্গীত পরিচালনা করতেন। 

১৯৩১ সালে কলকাতায় প্রথম ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠিত হয়। সেটার নাম নিউ থিয়েটার্স। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন রাইচাঁদ বড়াল। নিউ থিয়েটার্সের প্রায় ৪০টি চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন।

১৯৫৩ সালে মুম্বাইতে যান রাইচাঁদ বড়াল। ওই বছর থেকেই তিনি হিন্দি সিনেমায় নিয়মিত সঙ্গীত পরিচালনা করেন। রাইচাঁদ মোট ৩৮টি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। এছাড়া ৩৯টি বাংলা সিনেমাতেও তার সঙ্গীতায়োজন রয়েছে।

রাইচাঁদ বড়াল যেসব সিনেমায় কাজ করেছেন, সেই তালিকায় রয়েছে- ‘মোহাব্বাত কে আসু’, ‘জিন্দা লাশ’, ‘সুবাহ কা সিতারা’, ‘রাজরাণী মীরা’, ‘দুলারি বিবি’, ‘ডাকু মনসুর’, ‘মোহাব্বাত কি কাসৌটি’, ‘কারওয়ান-ই-হায়াত’, ‘মঞ্জিল’, ‘বিদ্যাপতী’, ‘স্ট্রিট সিঙ্গার’, ‘লাগান’, ‘সুগন্ধ’, ‘হামরাহি’, ‘শ্রী চৈতন্য মহাপ্রভু’ ইত্যাদি সিনেমাগুলো।

‘ফাদার অব ইন্ডিয়ান সিনেমা মিউজিক’ খ্যাত রাইচাঁদ বড়ালকে ১৯৭৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। যা ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা। একই বছর তিনি সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারও লাভ করেন।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন