শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

ফিচার
  >
বিশেষ দিবস

পারিবারিক শিকড় দিবস আজ

নিউজজি ডেস্ক ২৩ ডিসেম্বর , ২০২৪, ১৫:১০:০৯

114
  • সংগৃহীত

ঢাকা: আজ ২৩ ডিসেম্বর, পারিবারিক শিকড় দিবস (রুটস ডে)। ঠিক কবে এই দিবসের চল শুরু হয়েছিল, জানা যায় না। তবে ধারণা করা হয় যে আমেরিকায় ৪০ বছরের বেশি সময় ধরে দিনটি পালিত হচ্ছে। আমরাও কিন্তু পালন করতে পারি।নিজের অস্তিত্বের উৎস খুঁজতে আজকের দিনটি বেছে নেওয়া যেতেই পারে।

আপনি ঠিক আপনার কততম পূর্বপুরুষ সম্পর্কে জানেন? কে আপনার দাদার বাবা, তাঁর বাবা কিংবা তাঁর বাবা? এখন যেখানে নিবাস, নিশ্চয়ই শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁরা সেখানেই ছিলেন না! তাহলে কোথায় ছিল আপনার পরিবার বা বংশের মূল উৎসস্থল? পৃথিবীর কোন প্রান্ত থেকে এখানে এসে নিবাস গড়েছিলেন আপনার পূর্বপুরুষ?

মানুষ হয়তো আপাতস্থিতিশীল। কিন্তু আদতে তো তার জীবন পরিযায়ী। কখনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ থেকে বাঁচতে, কখনো উন্নততর জীবন, খাদ্য বা বাসস্থানের খোঁজে মানুষ তার আবাস বদলেছে। থিতু হয়েছে একের পর এক নতুন পরিবেশে। ভিন্ন জাতি-গোষ্ঠীর সঙ্গে ঘরকন্না হয়েছে। ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে গেছে পেছনে ফেলে আসা মৌলিক শেকড়।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরাও এগিয়ে চলেছি নবতর পৃথিবীর দিকে। যত বেশি আধুনিক হচ্ছি, ততই যেন ভুলতে বসেছি নিজেদের শিকড়কে। ফলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে চলে আসে। তা হলো, পরবর্তী প্রজন্ম আমাদের ঠিক কতটা মনে রাখবে? জবাবটা খুবই সহজ—আমাদের পূর্ববর্তীদের আমরা যতটা মনে রেখেছি।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন