রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
বিশেষ দিবস

জাতীয় সংবিধান দিবস আজ

নিউজজি প্রতিবেদক ৪ নভেম্বর , ২০২৩, ১০:৫২:০৬

288
  • জাতীয় সংবিধান দিবস আজ

ঢাকা: আজ জাতীয় সংবিধান দিবস। ১৯৭১ সালের চৌঠা নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এ বছর ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নির্ধারণ করে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরে আলাদা বাণী দিয়েছেন। 

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সকালে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি সেমিনারের আয়োজন করেছে। এতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।  

এছাড়া আজ বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান প্রধান অতিথি, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সভাপতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন