বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

ফিচার
  >
বিশেষ দিবস

বিশ্ব মেরিটাইম দিবস আজ

নিউজজি ডেস্ক ২৪ সেপ্টেম্বর , ২০২৩, ১২:৪৪:১৪

400
  • বিশ্ব মেরিটাইম দিবস আজ

ঢাকা: আজ বিশ্ব মেরিটাইম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মেরিটাইম দিবস–২০২৩ পালিত হবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তাঁরা ‘এমএআরপিওএল এ্যাট ৫০–আওয়ার কমিটমেন্ট গো অন’– এই প্রতিপাদ্যকে নিয়ে পালিত এই দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বিশ্বের অন্যান্য আইএমও সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ‘বিশ্ব মেরিটাইম দিবস ২০২৩’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বার্তায় বলেছেন, ‘বিস্তৃত উপকূলরেখা ও সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসে সমৃদ্ধ বাংলাদেশ আমাদের পরিবেশের উপর সামুদ্রিক কার্যকলাপের গভীর প্রভাব বুঝতে পারে।

আমরা দীর্ঘদিন ধরে জাহাজ থেকে দূষণ রোধ করতে এবং আমাদের সমুদ্রের নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। এমএআরপিওএল–এর নীতিসমূহ সমুন্নত রাখার মাধ্যমে আমরা কেবল আমাদের জাতির মঙ্গলই নয়, বরং পরিবেশ সংরক্ষণের বৈশ্বিক অঙ্গনেও অবদান রাখি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন