রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

ফিচার
  >
পাঠক বিভাগ

শুভাঢ্যা খাল রক্ষা করতে হবে

সাধন সরকার ২৭ জুলাই , ২০১৭, ১১:৪০:৪১

3K
  • শুভাঢ্যা খাল রক্ষা করতে হবে

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা খাল মরতে বসেছে। ময়লা-আবর্জনা জমায় খালের তিন কিলোমিটার অংশে পানিপ্রবাহ বন্ধ প্রায়। প্রশাসনের তদারকিতে মাঝেমধ্যে খালে পানিপ্রবাহের ব্যবস্থা করা হলেও কিছুদিন পর আবার ময়লা-আবর্জনা জমে। ২০১২ সালের জুলাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ করা হয়। ২০১৪ সালে জলবায়ু তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়ে কালীবাড়ি এলাকায় খালের দুই পারের প্রায় আধা কিলোমিটার অংশ বাঁধানো হয়। গোলামবাজার থেকে চরকুতুব পর্যন্ত খালের তলদেশের ময়লা-আবর্জনা অপসারণ ও খনন করা হয়। এসব ব্যবস্থার পরও খাল তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাচ্ছে না।

ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকায় দুই পাশের পোশাক কারখানা, দোকানপাট ও বসতবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে খালে। পোশাক কারখানার টুকরা কাপড় ও পলিথিনে ভরে গেছে খালের বেশির ভাগ অংশ। দূষণ হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এ পরিস্থিতি থেকে মুক্তি দরকার মানুষের, পরিবেশ-প্রতিবেশের। তাই এ খাল রক্ষায় স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরির কর্মসূচি হাতে নেওয়া দরকার। কলকারখানার বর্জ্যসহ ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান ও ব্যবস্থা থাকা দরকার। না হলে পুনঃখনন করে, বর্জ্য অপসারণ করে কোনো লাভ হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কাম্য।

সাধন সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন