রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

ফিচার
  >
পাঠক বিভাগ

ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন ভাষা, বিভ্রান্তিকর তথ্য বর্জনীয়

বিপ্লব বিশ্বাস ২২ অক্টোবর , ২০১৮, ১২:৫৪:৩৬

6K
  • ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন ভাষা, বিভ্রান্তিকর তথ্য বর্জনীয়

নবগঠিত ঐক্যফ্রন্টের তথাকথিত ‘স্বনামধন্য’ কোনো কোনো নেতা গণমাধ্যমে এসে যেভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন ভাষা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, তাতে মর্মাহত ও আতঙ্কিত না হয়ে উপায় নেই। দেশে গণতন্ত্র না থাকলে তাঁরা কিভাবে গণমাধ্যমে এসে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এমন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন? অতীতে কোনো সরকারের আমলেই গণমাধ্যমকে এরকম স্বাধীনতা দেওয়া হয়নি। এছাড়া এই নব্য ‘দেশপ্রেমিক’ নেতাদের অতীত ও বর্তমান রাজনীতির উদ্দেশ্য কারো অজানা নয়। নানা রকম মিষ্টি কথা বলে দেশপ্রেমিক সাজার ভান ধরলেও তাঁরা যে প্রকৃতপক্ষে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির সমর্থক, তা সবার জানা। তাঁদের এই অপতত্পরতা দেশকে মহাবিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে। এ ব্যাপারে সরকার ও জনগণকে অবশ্যই সচেতন ও সতর্ক হতে হবে। গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। সরাসরি সম্প্রচারিত টকশোতে যাতে কেউ বিভ্রান্তিকর, অসত্য ও অশালীন বক্তব্য দিতে না পারে, সে ব্যাপারেও সচেতন হতে হবে কর্তৃপক্ষকে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর       

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন