রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

ফিচার
  >
পাঠক বিভাগ

ফুটওভারব্রিজ নির্মাণের আবেদন

এমদাদুল এইচ সরকার ২২ অক্টোবর , ২০১৮, ১২:৫৩:২৭

914
  • ফুটওভারব্রিজ নির্মাণের আবেদন

সম্প্রতি গ্রামের বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিরছিলাম। বাস এসে থামল চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। অসংখ্য ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থামিয়ে মহাসড়কটি পার হচ্ছিল। ঐ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পারলাম, প্রতিদিনই তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কটি পার হয়। প্রায়ই বেপরোয়া গতি সম্পন্ন গাড়ির সম্মুখীন হতে হয় তাদের। এছাড়া বিভিন্ন সময়ে দুর্ঘটনায় এই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মৃত্যুসহ বেশ ক’জন পঙ্গু হয়েছেন। প্রায় ১২০০ ছাত্রছাত্রী বিদ্যালয়ে ক্লাস শুরু এবং ছুটির পর মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরে। অথচ দুর্ঘটনাপ্রবণ এই স্থানটিতে একটি ফুটওভারব্রিজ নেই। তাই তাদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় শুরুর আগে এবং ছুটির সময় শিক্ষকরা লাল পতাকা উঁচিয়ে গাড়ি চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহায়তা করেন। বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে একটি ফুটওভারব্রিজ তৈরি করে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এমদাদুল এইচ সরকার

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন