রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

ফিচার
  >
পাঠক বিভাগ

উন্নয়নের নামে পৌরবাসীদের সম্পত্তি ভাংচুর ও দখলের অভিযোগ

নিউজজি প্রতিবেদক ২১ জুলাই , ২০১৮, ১৩:০৭:১৮

3K
  • উন্নয়নের নামে পৌরবাসীদের সম্পত্তি ভাংচুর ও দখলের অভিযোগ

বিদেশী ব্যাংকের টাকায় উন্নয়নের নামে ফেনী শহরে চলছে ড্রেন উৎসব। যার ভাগের টাকা বাটোয়ারার জন্য রাজনৈতিক নেতারা অতি উৎসাহী হয়ে পৌরবাসীদের ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর এবং দখলের হোলি খেলা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও পরিকল্পিতভাবে গভীর রাতের অন্ধকারে ফেনীর রাজনীতির কতিপয় প্রভাবশালী নেতাদের নির্দেশনায় ড্রেন নির্মাণের নামে চলছে এমন অরাজকতা।

এমনি ঘটনায় প্রশাসনের নিশ্চুপ থাকাটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। রাজনৈতিক প্রভাব আর পেশীশক্তির জোরেই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। যার ফলে, উচ্চাদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উন্নয়নের নামে সাধারণ মানুষের ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির প্রাচীরসহ জমি দখল করে একদিকে চলছে ড্রেনেজের কাজ, অপরদিকে চলছে নগ্ন বাগবাটোয়ারা। শুধু সাধারণের ক্ষেত্রেই নয়, খোদ এই ঘটনার বলি হয়েছেন দেশের প্রথমসারির অন্যতম সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক পরিবার। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংবাদ ও ডেইলি স্টার পত্রিকার প্রাক্তন সাংবাদিক সেলিম শামসুল হুদা চৌধুরী গতকাল ২০ জুলাই শুক্রবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন। এ ঘটনায় সারাদেশের সাংকৃতিককর্মীরা ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়ে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংস্কৃতিবান্ধব সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা রকম মন্তব্য করছেন। 

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখা খোলা চিঠিটি নিউজজি২৪ডটকম-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘১৯৬৮ সাল থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে অদ্যাবধি দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোভাগে নেতৃত্ব দিয়ে আসছি। ৬০ বছর বয়সে সংবাদপত্র পেশা থেকে অবসর গ্রহণের পর আমাদের পৈত্রিকবাড়ী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা ফেনীর ফেরদৌস মঞ্জিলে যাপন করার আশা করছি। 

বর্তমানে বিদেশী ব্যাংকের টাকায় উন্নয়নের নামে ফেনী শহরে ড্রেন উৎসব চলছে। যার ভাগের টাকা বাটোয়ারার জন্য আমাদের ছোট বড় সব নেতারা অতি উৎসাহী হয়ে পৌরবাসীদের ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর, দখলের হোলি খেলছেন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও পরিকল্পিতভাবে গভীর রাতের অন্ধকারে ফেনীর রাজনীতিতে উত্থিত নব্য শিশু! হাজারীদের নির্দেশনায় আজ সাপ্তাহিক বন্ধের দিনে আমাদের একমাত্র সম্বল বাড়িটির নতুন দেয়াল ও ফটক ভেঙ্গে বাড়ির ভেতর দিয়ে ড্রেন নির্মাণ করছেন। দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা আমাদের জীবনের প্রতিও হুমকি দিচ্ছে। স্বাধীনতার পর থেকে এ জনপদ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বর্তমানের দুনীতি / স্বৈরাচারী কর্মকাণ্ড সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। আত্মসম্মান রক্ষার্থে এ শহর থেকে সাংস্কৃতিক, শিক্ষিত ঐতিহ্যবাহী পরিবারগুলো চলে যাচ্ছে এদের অত্যাচারে। 

এই মূহুর্তে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই পারেন এসব মূর্খ  অর্বাচীনদের হাত থেকে ফেনীবাসীকে বাঁচাতে। প্রশাসন এখানে অন্ধ, তারা চোখে দেখে না, কানে শোনে না। উন্নয়নের এই স্বর্নালী সময়ে আইনের শাসন অত্যান্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্পূর্ণ আস্থা নিয়ে এ আবেদন জানাচ্ছি।

বিনীত

সেলিম শামসুল হুদা চৌধুরী

প্রাক্তন সংবাদ ও ডেইলি স্টার কর্মী

সাংগঠনিক সম্পাদক

সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় পরিষদ।’

(বি.দ্র. এ বিষয়ে নিউজজি২৪ডটকম-এর নিজস্ব কোনো মতামত নেই)

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন