সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

ফিচার
  >
পাঠক বিভাগ

‘হাতির ঝিলের পানিতে হাঁস’

মাহমুদা বিশ্বাস ৯ আগস্ট , ২০২৩, ১২:৩৪:৫০

914
  • ‘হাতির ঝিলের পানিতে হাঁস’

হাতিরঝিল  রাজধানীর অন্যতম নয়ারাভিমান কেন্দ্র। জনসাধারণের চলাচলের সুবিধার জন্য এটি তৈরি করা হলেও এটি এখন অন্যতম এক বিনোদন কেন্দ্র। তবে এই বিনোদন কেন্দ্রে যদি থাকে হাঁস তাহলে কেমন হয়। হ্যাঁ হাতির ঝিলের পানিতে হাস শুনতে কিছুটা অবাক লাগলেও এরকম দৃশ্য দেখা গেছে হাতির ঝিলের পানিতে। যেহেতু এটি একটি বিনোদন কেন্দ্র তাই এখানে বিকেল হলেই শত মানুষের ভিড় জমে এই বিনোদন কেন্দ্রে। হাতিরঝিল এখানে বিভিন্ন রকম খাবারও পাওয়া যায় ছোট ছোট কিছু দোকানও বসে—খেলনা, কসমেটিকসের। তবে এসবের মধ্যে অন্যতম ও অবাক করা বিষয় হলো হাতির ঝিলের পানিতে হাঁস।

এর আগে সাধারণ জনগণের কথা ভেবে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া হাতির ঝিলের পানিতে ৩০০ হাঁস ছেড়েছেন। ৩০০ হাঁসের জলকেলিতে মুখরিত হয়েছিল হাতিরঝিল। এই হাঁসের যত্ন নেয়ার জন্য রাখা হয়েছে বাড়তি কর্মী। বানানো হয়েছে ছোট ছোট কিছু ঘর। সাধারণ জনগণ যারা হাতিরঝিল বিনোদন কেন্দ্র হিসেবে ঘুরতে যায় বা পথযাত্রীরা যদি আসা-যাওয়ার পথে হঠাৎ পানিতে দেখতে পায় হাঁস তাহলে ব্যাপারটা একটু অবাক করা সুন্দর মুহূর্ত তৈরি করে। শুধু তাই নয় মাঝে মাঝেই দেখা যায় বেলে হাঁস। এই হাঁস সাধারণত পানিতে ডুবে থাকে। আবার হঠাৎই ভেসে ওঠে পানিতে।

হাতির ঝিলের পানিতে হাঁস কথাটি শুনতে অবাক লাগলেও এমনই দৃশ্য দেখা গেছে হাতির ঝিলের পানিতে। হাতিরঝিল ঘুরতে আসা মানুষ এই সুন্দর পরিবেশের সাথে পানিতে হাঁস দেখে বেশ ভালোই আনন্দিত হয়। হাতির ঝিলের পানিতে হাঁস যেন হাতির ঝিলের পরিবেশ আরও সুন্দর করে তুলেছে। সেখানে ঘুরতে আসা লোকেরা বলেন বিকেল হলেই আমরা এখানে ঘুরতে আসি। ভালো লাগে, ঢাকা শহরে এরকম একটা খোলামেলা জায়গা ছেলে-মেয়েকে নিয়ে আসি ওরা খেলা করে সব সময় বাসায় থাকে এখানে এসে খেলা করলে ঘুরলে মজা পায় এজন্য নিয়ে আসি।

এখানে এসে মাঝে মাঝে যখন ব্রিজের উপর গিয়ে দাঁড়াই তখন পানিতে হাঁস দেখতে পাই। বাচ্চারা হাঁস দেখে অনেক খুশি হয় আমাদেরও ভালো লাগে। কারণ ঢাকার মতো একটা জায়গাতে এভাবে খোলামেলা একটা পরিবেশে হাঁস  দেখতে পাচ্ছি ভালো লাগছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন