শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার
  >
মানচিত্র

যুক্তরাজ্য যেভাবে ব্রিটেন হলো

নিউজজি ডেস্ক ২ জুন , ২০২২, ১১:২৯:১৩

627
  • যুক্তরাজ্য যেভাবে ব্রিটেন হলো

ঢাকা: ব্রিটেন থেকে যুক্তরাজ্য কীভাবে হলো এই প্রশ্ন লাখো পাঠকের। কিংবা এটিও প্রশ্ন দেখা দেয় ব্রিটেনই বা কীভাবে গঠিত হলো? সচেতন পাঠকদের জন্য এই লেখায় সেই বিষয়টি তুলে ধরা হবে। সচেতন পাঠকদের পাশাপাশি উপকৃত হবেন দেশের লাখো বেকার যারা মূলত চাকরিপ্রার্থী। এই লেখাটি আমাদের প্রিয় পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. ব্রিটেন (Britain)

Acts of Union 1707

এটি দুইটি চুক্তির নাম।

ক) Union with Scotland Act 1706 যা ইংল্যান্ডের পার্লামেন্টে পাস হয়।

খ) Union with England Act যা স্কটল্যান্ডের পার্লামেন্টে পাস হয়।

এই দুইটি আইন ১৭০৭ সালের ১ মে কার্যকর হওয়ার মধ্য দিয়ে গঠিত হয় ব্রিটেন (Britain)। ব্রিটেনের দুইটি দেশে তখন পৃথক পার্লামেন্ট থাকলেও তারা একই রাজার অধীনে শাসিত হয়।

২. গ্রেট ব্রিটেন (Great Britain)

১৭০৭ সালেই ইংল্যান্ড ও স্টটল্যান্ডের সাথে ওয়েলস যুক্ত হলে ব্রিটেন হয়ে যায় গ্রেট ব্রিটেন।

৩. যুক্তরাজ্য [United Kingdom of Great Britain and Ireland (UK)]

১৮০১ সালের ১ জানুয়ারি আয়ারল্যান্ড যুক্ত হয় গ্রেট ব্রিটেনের সাথে। তখন গঠিত হয় United Kingdom of Great Britain and Ireland (UK)। আর আমরা তার বাংলা করি যুক্তরাজ্য। ১৮০১ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত যুক্তরাজ্য বলতে দেশ বুঝানো হত চারটি-

ক) ইংল্যান্ড

খ) স্কটল্যান্ড

গ) ওয়েলস

ঘ) আয়ারল্যান্ড

৪. যুক্তরাজ্য [United Kingdom of Great Britain and Northern Ireland (UK)]

১৯২১ সালে আয়ারল্যান্ডে ভাঙন দেখা দেয়। আয়ারল্যান্ডের দক্ষিণ অংশ আইরিশ রিপাবলিক নামে আলাদা দেশ গঠন করে। ১৯২২ সালে Irish Free State Constitution Act কার্যকরের মধ্য দিয়ে আইরিশ রিপাবলিক মুক্ত হয় যুক্তরাজ্য থেকে। ফলে ১৯২২ সাল থেকে যুক্তরাজ্য বলতে চারটি দেশকে বুঝালেও চতুর্থ দেশটি আয়ারল্যান্ডের পরিবর্তে নর্দান আয়ারল্যান্ড হয়ে যায়। অর্থাৎ এখন UK বলতে নিম্নলিখিত ৪টি দেশকে বুঝায়-

ক) ইংল্যান্ড

খ) স্কটল্যান্ড

গ) ওয়েলস

ঘ) নর্দান আয়ারল্যান্ড

৫. ব্রিটিশ আইলস (British Isles)

প্রায় ছয় হাজার দ্বীপের সমষ্টি। তবে এখানে দেশ আছে ৫টি।

ক) ইংল্যান্ড

খ) স্কটল্যান্ড

গ) ওয়েলস

ঘ) নর্দান আয়ারল্যান্ড

ঙ) আয়ারল্যান্ড (আইরিশ রিপাবলিক)

সূত্র- ইন্টারনেট

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন