সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ , ৩ রবিউস সানি ১৪৪৬

ফিচার
  >
মানচিত্র

পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র মোজাম্বিক

নিউজজি ডেস্ক ২৪ জুন , ২০২১, ১৫:৫৭:২০

984
  • পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র মোজাম্বিক

ঢাকা: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। এর পূর্বে ভারত মহাসাগর, উত্তরে তানজানিয়া, উত্তর-পশ্চিমে মালাউই ও জাম্বিয়া, পশ্চিমে জিম্বাবুয়ে এবং দক্ষিণ-পশ্চিমে সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

যদিও মোজাম্বিকের লম্বা গৃহযুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি সুস্থ হয় নি, দেশ প্রকৃতির প্রেমিকদের, সূর্য উপাসকদের এবং রোমাঞ্চকর অভিযাত্রীদের জন্য উদ্দীপনার অনুসন্ধানে একটি পুরষ্কারস্বরূপ পরিণত হয়েছে। এর অভ্যন্তরটি অস্থির মরুভূমির সুবিশাল অঞ্চলের বাসস্থান, যার মধ্যে গেম-ভরা জাতীয় জাতীয় উদ্যান রয়েছে। উপকূলে শত শত প্রবীণ সৈকত এবং মণি-সমুদ্র দ্বীপ রয়েছে; যখন আফ্রিকান এবং পর্তুগিজ সংস্কৃতির একটি অনন্য মিশ্রন মোজাম্বিকের সঙ্গীত, রন্ধনপ্রণালী এবং স্থাপত্যকে অনুপ্রাণিত করে।

এ দেশটিতে ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে পর্তুগিজ শাসন। স্বাধীনতা অর্জন করে ১৯৭৫ সালে। এর দুই বছরের মধ্যেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি। ১৯৭৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চলে এ লড়াই। ১৯৯৪ সালে প্রথম বহু দলের অংশগ্রহণে নির্বাচন হয়।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম মোজাম্বিক। যদিও দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। তবে ক্রমবর্ধমান শিল্পের ওপরও অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠছে। শিল্পগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, রাসায়নিক নির্মাণ, অ্যালুমিনিয়াম ও পেট্রোলিয়াম পণ্য। দেশটির পর্যটন খাতও ক্রমবর্ধমান।

দক্ষিণ আফ্রিকা দেশটির প্রধান বাণিজ্য অংশীদার। এ ছাড়া বেলজিয়াম, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনেরও বাণিজ্য সম্পর্ক রয়েছে মোজাম্বিকের সঙ্গে। ২০০১ সাল পর্যন্ত মোজাম্বিক বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান জিডিপির দেশগুলোর অন্যতম ছিল। তবে বর্তমানে আর সে পরিস্থিতি নেই। দেশটির অর্থনৈতিক অবস্থা নাজুক।

নাগরিকদের গড় আয়ু অত্যন্ত কম। এইডসের কারণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। একই সঙ্গে শিশু মৃত্যুর হারও কম নয়।

একনজরে

পুরো নাম : মোজাম্বিক প্রজাতন্ত্র।

রাজধানী ও সর্ববৃহত্ শহর : মাপুটো।

দাপ্তরিক ভাষা : পর্তুগিজ।

সরকারপদ্ধতি : ইউনিটারি সেমি-প্রেসিডেনশিয়াল রিপাবলিক।

প্রেসিডেন্ট : ফিলিপ নিওসি।

আইনসভা : অ্যাসেমব্লি অব রিপাবলিক।

স্বাধীনতা : পর্তুগাল থেকে ২৫ জুন ১৯৭৫।

আয়তন : আট লাখ এক হাজার ৫৯০ বর্গকিলোমিটার।

জনসংখ্যা : দুই কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৪৭৬।

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ২৮.৭ জন।

জিডিপি : মোট : ৩৭.৩২১ বিলিয়ন ডলার।

মাথাপিছু : এক হাজার ২৬৩ ডলার।

মুদ্রা : মোজাম্বিকান মেটিক্যাল (এসজেডএন)।

জাতিসংঘে যোগদান : ১৬ সেপ্টেম্বর ১৯৭৫।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন