শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

ফিচার
  >
আইনী সহায়তা

ইঁদুরের দাতে কৃষকের লাখ টাকা..

নিউজজি ডেস্ক ২২ জুলাই , ২০২১, ১২:১৩:৪৫

891
  • ইঁদুরের দাতে কৃষকের লাখ টাকা। ছবি: ইন্টারনেট

কৃষকের মাথায় হাত, চোখে জল ও বুকফাটা কান্না। বলছি, ভারতের তেলঙ্গনার এক কৃষকের কথা। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা এই কৃষকের প্রায় দুই লাখ টাকা কেটে কুচি কুচি করলো ইঁদুর।  

শাক-সবজি বেচে, লোকজনের থেকে কিছু ধার করে টাকাগুলো জমিয়েছিলেন মহাবুবনগর জেলার বাসিন্দা রেদ্যা নায়েক। তিনি ঠিক করেছিলেন, ওই টাকা দিয়েই পেটের অস্ত্রোপচার করাবেন। কিন্তু কষ্টের সেই টাকাই কেটে নষ্ট করলো ইঁদুর।

আলমারিতে একটি কাপড়ের থলির মধ্যে ৫০০ টাকার নোটে ওই অর্থ রেখেছিলেন রেদ্যা। সপ্তাহ খানেক আগে আলমারি খুলে ওই টাকা বের করতে গিয়ে দেখেন এমন কাণ্ড। ওই মুহূর্তে তিনি কী করবেন, বুঝে উঠতে না পেরে ওই কাপড়ের থলি নিয়েই ছোটেন ব্যাঙ্কে। একটি নয়, তার বাড়ির আশপাশে যত ব্যাঙ্ক আছে, সব ব্যাঙ্কেই গিয়েছেন তিনি।কিন্তু সব জায়গায় নিরাশ হতে হয় তাকে। ব্যাঙ্ক থেকে জানিয়ে দেওয়া হয়, ইঁদুরে খাওয়া ওই টাকা বদলে দেওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতিতে রেদ্যার সাহায্যার্থে এগিয়ে এসেছেন সে রাজ্যের আদিবাসী, মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী সত্যবতী রাঠৌর। রেদ্যার চিকিৎসার সমস্ত বন্দোবস্তই তিনি করে দেবেন বলে জানিয়েছেন।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন