শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার
  >
চাকরির খোঁজ

দেশে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

নিউজজি ডেস্ক ১২ জুন , ২০২২, ১৩:৩৫:৪৩

228
  • দেশে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

ঢাকা : স্পেনভিত্তিক উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এডুকো বাংলাদেশে জনবল নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার-ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, বাজেট ম্যানেজমেন্ট, রিপোর্টিং, ডকুমেন্টেশন, ফেডি-৭ অ্যান্ড এফডি-২ ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড রাইটস, চাইল্ড প্রটেকশন ইন ইমারজেন্সি, অ্যাডুকেশন ইন ইমারজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: এডুকো কক্সবাজার অফিস

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৮,৬৫২ টাকা। এ ছাড়া মোবাইল ফোন বিল ও ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার-কমিউনিকেশনস

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ কমিউনিকেশনস, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রটেকশন, অ্যাডুকেশন, জেন্ডার অ্যান্ড ইয়ুথ অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিকেশন, ইসিডি বা এ ধরনের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফটোগ্রাফি ও ডকুমেন্টেশন এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা কিছুটা জানা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: এডুকো কক্সবাজার অফিস

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪৪,৪৮১ টাকা। এ ছাড়া মোবাইল ফোন বিল ও ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২২।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন