বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
চাকরির খোঁজ

রোবট প্রশিক্ষণে টেসলায় নিয়োগ, জেনে নিন বেতন ও কাজের ধরন

নিউজজি ডেস্ক ২১ আগস্ট , ২০২৪, ১৩:২৭:০৮

112
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’-এর প্রশিক্ষণের লোক প্রয়োজন টেসলার। সেজন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইলন মাস্ক এর মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ‘ডেটা কালেকশন অপারেটর’ পদের জন্য আগ্রহী প্রার্থীরা চাইলে আবেদন করতে পারে। নিয়োগপ্রাপ্তদের জন্য ঘণ্টায় আয়ের সুযোগ ২৫.২৫ থেকে ৪৮ ডলার পর্যন্ত (৩০০০ থেক ৫৭০০ টাকা)।

২০২১ সালে টেসলা একটি হিউম্যানয়েড (মানুষের মতো দেখতে) রোবট- যার নাম ‘অপটিমাস’- তৈরির ঘোষণা দেয়। ইতোমধ্যেই কাজও এগিয়েছে অনেক দূর। এবারে রোবটটির ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন অ্যাকশন ও মুভমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণের। আর সেজন্যই লোক নিয়োগের এই উদ্যোগ।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদেরকে প্রতিদিন মোশন ক্যাপচার সুট ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরিধান করে বিভিন্ন অ্যাকশন করতে বলা হবে- যেগুলো অনুসরণ করবে রোবট অপটিমাস। পাশাপাশি প্রতিদিন ৭ ঘন্টারও বেশি সময় একটি নির্দিষ্ট পরিসরে হাঁটাহাঁটি করতে হবে এবং বহন করতে হবে ৩০ পাউন্ড ওজন। এভাবেই হিউম্যানয়েড বটটির প্রশিক্ষণ কাজ চলবে।

‘ডেটা কালেকশন অপারেটর’ পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে ডেটা কালেক্ট করা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং-এ অ্যাসিস্ট করা ও ইক্যুইপমেন্ট ফিডব্যাক প্রদান করার মতো কাজগুলো করতে হবে। উল্লেখ্য, গত জুন মাসে শেয়ারহোল্ডারদের সাথে বৈঠকের পর ইলন মাস্ক জানিয়েছিল আগামী বছর থেকে কারখানায় কাজ করতে দেখা যাবে অপটিমাস রোবটের ১ হাজার ইউনিটকে। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উৎকর্ষতায় উৎপাদন বাড়ানোই অপটিমাস তৈরির মূল উদ্দেশ্য।

ইলন মাস্ক জানান ‘‌২০২৬ সালে অপটিমাস হিউম্যানয়েড রোবটে আরও পরিবর্তন আনা হবে। রোবটটির সফটওয়্যার সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা হবে। এর ফলে নির্দিষ্ট প্রয়োজন অনুসারে রোবটটি ব্যবহার করা যাবে।’ ভবিষ্যতে এক সময় বছরে ১০০ কোটি হিউম্যানয়েড রোবটের চাহিদা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন টেসলা প্রধান।

বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকল) নির্মাতা টেসলা অনেক দিন ধরেই রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে কাজ করছে। এদিকে চলতি বছরই বাজারে আসার কথা টেসলার বহুল প্রতীক্ষিত স্বয়ংচালিত (চালকবিহীন গাড়ি) ‘রোবোট্যাক্সি’।

অত্যাধুনিক প্রযুক্তিতে ইলন মাস্কের আগ্রহ ও বিনিয়োগ প্রযুক্তিপ্রমীদের কাছে নতুন কিছু নয়। এবার দেখা যাক, অপটিমাস রোবট দিয়ে কতটা সফল হয় মাস্ক ও তাঁর প্রতিষ্ঠান টেসলা।

তথ্যসূত্র: দ্য ভার্জ

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন