বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
চাকরির খোঁজ

রোববার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজজি ডেস্ক ২৮ অক্টোবর , ২০২৩, ২৩:১০:৪৫

214
  • রোববার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা: সারাদেশে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। এ কারণে রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারও ক্ষয়ক্ষতি না হয়, এ জন্য রোববারের পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন