বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ কাজিপুর মুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি ৩ ডিসেম্বর , ২০২৪, ১৫:০৮:৫৬

76
  • সংগৃহীত

সিরাজগঞ্জ: কাজিপুর উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৩ ডিসেম্বরের এই দিনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিবাদের মুখে পাক হানাদার বাহিনী কাজিপুর ছাড়তে বাধ্য হয়। ফলে হানাদার মুক্ত হয় কাজিপুর।

কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলে জানা যায়, কাজিপুর থানা ভবন, বরইতলা সহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। ২ ডিসেম্বর বরইতলার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ। এ যুদ্ধে হানাদার বাহিনীর ৩ জন সদস্য আহত হয়। পরে তারা ক্ষুদ্ধ হয়ে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পুরো গ্রামে। বরইতলায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প রয়েছে এমন খবরে পাকহানাদার বাহিনী গ্রামটি জ্বালিয়ে দেয়। চালায় নারকীয় হত্যাযজ্ঞ। হামলা চালায় মুক্তিযোদ্ধা সহ নিরীহ সাধারণ জনতার ওপর। এমনকি মসজিদে নামাজরত ৩০ জন মুসল্লীকে বেঁধে এনে গ্রামের উত্তর পার্শ্বে সারিবদ্ধ করে ব্রাশ ফায়ারে হত্যা করে পাক হানাদার বাহিনী।

ওই দিন সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত অবিরাম যুদ্ধ চলে। এতে হাজার দুয়েক গ্রামবাসী আহত হন। নিহত হয় ১০৪ জন। এর মধ্যে ৭৬ জনের নাম স্মৃতি সৌধ ফলকে রেকর্ড করা হয়েছে এবং অজ্ঞাত রয়েছে আরো ২৮ জনের নাম। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হানাদার বাহিনী তাদের ৬ পাক সেনার লাশ রেখে কাজিপুর থানায় আশ্রয় নেয়। পরে অবস্থা বেগতিক বুঝে ৩ ডিসেম্বর ভোরে কাজিপুর ছাড়তে বাধ্য হয় তারা। শত্রুমুক্ত হয় কাজিপুর।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন