মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

আজ ১৭ ডিসেম্বর : ইতিহাসের এইদিনে

নিউজজি ডেস্ক ১৭ ডিসেম্বর , ২০২২, ১২:০৪:৫৩

133
  • আজ ১৭ ডিসেম্বর : ইতিহাসের এইদিনে

ঢাকা : পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস 

১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।

১৮৭৩, বুদাপেস্ট নগরীর পত্তন হয়।

১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।

১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।

জন্ম

১৭৭০ - জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুড‌উইগ ভ্যান বেটহোভেন।

১৯৩৬ - বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।

১৯২০ - টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভার্সন।

১৯৭৯ - বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর।

মৃত্যু 

১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ।

২০১১ - কিম জং ইল, গণতান্ত্রিক উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব। তিনি কিম জং উনের বাবা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন