শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
উৎসব

প্রবারণা পূর্ণিমা আজ

নিউজজি প্রতিবেদক ৯ অক্টোবর , ২০২২, ০৯:৪৬:৩১

417
  • প্রবারণা পূর্ণিমা আজ

ঢাকা : বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব 'প্রবারণা পূর্ণিমা' আজ। বৌদ্ধরা যেসব ধর্মীয় উৎসব পালন করে, তার মধ্যে প্রবারণা অন্যতম। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাসকালে ধ্যান-সমাধি-প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে আধ্যাত্মিক উন্নতি লাভ কিংবা ব্রতপালন এবং বৌদ্ধ গৃহীদেরও এই তিন মাসব্যাপী (পূর্ণিমা, পক্ষের অষ্টমী ও অমাবস্যা) উপবাস শেষে প্রবারণা পূর্ণিমা আসে।

উৎসবটি বৌদ্ধদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমকময় উৎসবমুখর পরিবেশে ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করা হয়। বৌদ্ধদের মতে, এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব তথাগত গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। 

দিনটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, প্রভাত ফেরি, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, বুদ্ধ কীর্তন, আলোকসজ্জা, ফানুস ওড়ানো প্রভৃতি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন