বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
উৎসব

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগানে আবারও বিজ্ঞান উৎসব শুরু হচ্ছে

নিউজজি প্রতিবেদক ৫ অক্টোবর , ২০২২, ০৯:৩১:৩১

429
  • ‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগানে আবারও বিজ্ঞান উৎসব শুরু হচ্ছে

ঢাকা : স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আবারও শুরু হচ্ছে সারা দেশে বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব। এ উৎসবের আয়োজন করছে যৌথভাবে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা ও মোবাইলে আর্থিক সেবাদান প্রতিষ্ঠান বিকাশ। মঙ্গলবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয় বিকাশ ও বিজ্ঞান চিন্তার মধ্যে। শিগগিরই ঘোষণা করা হবে উৎসবের সময়সূচি। 

বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.), শেখ মো.মনিরুল ইসলাম এবং বিজ্ঞানচিন্তার পক্ষ থেকে সাময়িকীর সম্পাদক আব্দুল কাইউম এ চুক্তি সই করা হয়।

'বিজ্ঞানে বিকাশ' স্লোগান সামনে রেখে বিজ্ঞানের এ জাতীয় উৎসব দেশব্যাপী আয়োজিত হবে। আঞ্চলিক উৎসব হবে সাতটি বিভাগীয় শহরে। এ উৎসবে স্কুলের শিক্ষার্থীরা (ষষ্ঠ-দশম শ্রেনী) কুইজ ও বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা - দুই ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। এখান থেকে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি উৎসবের বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। সেইসাথে প্রতিটি আয়োজনে থাকছে আগ্রহীদের জন্য বিজ্ঞানবিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।

এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিকাশের ইভিপি ও হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম, ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, করপোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার সায়মা আহসান, ম্যানেজার নাফিসা হোসেন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান শাকিল ও পিআর অ্যান্ড মিডিয়া রিলেশনসের মো.সোহেল হোসাইন পাটোয়ারী। 

অন্যদিকে বিজ্ঞানচিন্তার পক্ষে উপস্থিত ছিলেন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও সহ সম্পাদক উচ্ছ্বাস তৌসিফ, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরুপ কুমার ঘোষ ও জ্যেষ্ঠ নির্বাহী আলো মামুন।

এর আগে ২০১৯ সালে এই উৎসবের আয়োজন করা হয়েছিল এবং ব্যাপক সাড়াও ফেলেছিল। করোনা মহামারীর জন্য গ্যাপ তৈরি হলেও এ বছর আবারও আয়োজন করা হচ্ছে এই প্রাণের উৎসব।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন