শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

ফিচার
  >
উৎসব

আজ বসন্ত…

নিউজজি প্রতিবেদক ১৪ ফেব্রুয়ারি , ২০২২, ২০:৩৮:৩৯

617
  • আজ বসন্ত… ছবি : জাকির হোসেন

প্রকৃতির অমোঘ নিয়মে বিদায় নিয়েছে শীত। ঋতুরাজ বসন্ত তার নিজস্ব উষ্ণতায় প্রাণ সঞ্চার করছে প্রকৃতিতে। তাই ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ‘

সুভাষ মুখোপাধ্যায়ের সেরা কবিতায়—

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। 

কবি বলেছেন—

আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে-মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে—যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত– তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিঙে বুক চেপে ধরে এই সব সাত-পাঁচ ভাবছিল—

ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আ মরণ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি!

তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়িপাকানো সেই গাছ তখন ও হাসছে।

বসন্ত উদযাপন ঘিরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 

আজি বসন্ত জাগ্রত দ্বারে।/ তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে।’

হৃদয়ের না বলা কথাটি প্রিয়তম কোনো জনের কাছে মধুর স্বরে বলতে আকুল হয়ে ওঠে চিত্ত। হৃদয়ের এ কূল ও কূল দুকূল ভাসানো আবেগের প্লাবনে ঘুচে যায় দ্বিধা-সংকোচ। 

রমনার উন্মুক্ত মঞ্চ থেকে ফাগুনের প্রথম দিনের (১৪ ফেব্রুয়ারি) ছবিগুলো তুলেছেন ফটো সাংবাদিক জাকির হোসেন

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন